মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ পানে অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ২নং ওয়াডের সদস্য আ. রাজ্জাক।
নিহত ব্যক্তিরা হলেন, গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (১৯), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দাসকান্দি বায়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)। দিপু সরকারের বড় বোনের ছেলে নিহত প্রসেনজিৎ।
হাটিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আ. রাজ্জাক জানান, আমার নির্বাচনী এলাকার জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এ বিয়েতে সে তার আত্মীয়স্বজনদের বাড়িতে দাওয়াত করেন। শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠানে কয়েকজন যুবক মদ পান করে। অতিরিক্ত মদ পানের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। শনিবার তাদের হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে এ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮-১০ জন মিলে তরল কিছু খাই। এর মধ্যে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ি। বেশি অসুস্থ হয়ে গেলে প্রসেনজিৎকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অরও অবনতি হলে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর দিকে দীপুকেও একই দিনে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, নিহত প্রসেনজিতের মৃত দেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হরিরামপুর থানার ওসিকে বলা হয়েছে।
হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শনিবার মদ পান করে দুজন মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন