শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হাকালুকি হাওরে রাতারাতি সমিতি অফিস, নেপথ্যে জলমহালের ইজারা

হাওরে পতিত জমিতে এ বাঁশের ছাউনিকে ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয় দাবি করা হচ্ছে। ছবি : কালবেলা
হাওরে পতিত জমিতে এ বাঁশের ছাউনিকে ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয় দাবি করা হচ্ছে। ছবি : কালবেলা

হাকালুকি হাওরে মৌলভীবাজারের পলোভাঙ্গা মরাসুনাই ও চিকনউটি বিলে জলমহাল ইজারা দেওয়া হবে। স্থানীয় সমিতিগুলোর অফিসের দূরত্ব বিবেচনায় এ ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরই বিলের পাড়ে রাতারাতি বাঁশ দিয়ে ঘরের আকৃতি বানিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে ‘ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয় এটি।

সমিটির লোকেরা এ বাঁশের ছাউনিকে স্থায়ী কার্যালয় দাবি করছেন। এভাবে জলমহালটি ইজারা পেতে তারাই বেশি দাবিদার বলেও প্রচার করা হচ্ছে।

জানা গেছে, মৌলভীবাজার জেলা রাজস্ব বিভাগ গত ১৬ জানুয়ারি হাকালুকি হাওরের ২০ একরের বেশির ২৪টি জলমহাল ১৪৩১-১৪৩৩ বাংলা সনের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান করে। এর মধ্যে পলোভাঙ্গা মরাসুনাই ও চিকনউটি বিল বদ্ধ জলমহাল ইজারা নিতে গত ১৬ ফেব্রুয়ারি বড়লেখা উপজেলার তিনটি মৎস্যজীবী সমবায় সমিতি শিউিউল কেনে। একাধিক সমিতি ইজারা নিতে দরপত্র জমা দিলে সংশ্লিষ্ট জলমহাল হতে কম দূরত্বে থাকা সমিতিকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে।

সূত্র জানিয়েছে, জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশে রোববার (৩ মার্চ) তিন সদস্যের একটি কমিটি সংশ্লিষ্ট সমিতি কার্যালয়ের দূরত্ব নিরূপণে সরেজমিনে যাওয়ার কথা রয়েছে। এই খবরেই ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতি রাতারাতি জালিয়াতির আশ্রয় নেয়।

স্থানীয়রা জানান, জেলার বড়লেখা উপজেলায় ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিলাল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম চলে আসছে। অথচ এরই মধ্যে সভাপতি বিলাল মিয়া ও সাধারণ সম্পাদক আলম চান্দ শনিবার (২ মার্চ) সকাল থেকে সংশ্লিষ্ট বিলের পাড়ে সমিতির কার্যালয় নির্মাণে নেমে পড়েন। কার্যালয় জালিয়াতির ঘটনায় দরপত্র জমাদানকারী অপর দুই সমিতিতে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পলোভাঙ্গা মরাসুনাই ও চিকনউটি বিল বদ্ধ জলমহালের উত্তর পাড়ে পতিত জমিতে কয়েক ব্যক্তি বাঁশ দিয়ে একটি ঘর তৈরি করছেন। পাশেই রয়েছে উপজেলার ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাইনবোর্ড। ঘরের ছাউনিতে টিন লাগানোর পর বেড়ায় সাইনবোর্ডটি টানানো হবে। এ জমিটি বর্ষায় পুরোপুরি ডুবে যায়। শুষ্ক মৌসুম হওয়ায় তা জেগে উঠেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিলাল মিয়া জানান, এখানেই তাদের সমিতির কার্যালয়। সমিটির সভা বসলে স্থান সংকুলান না হওয়ায় ঘর ভেঙে তা বড় করছেন। তার (সভাপতি) বাড়িতে সমিতির কার্যক্রম চালানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।

সাধারণ সম্পাদক আলম চান্দও একই কথা বলেন।

আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিমার আলী অভিযোগ করে বলেন, অস্থায়ী ঘর বানিয়ে ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতি প্রতারণা করতে চাচ্ছে। তারা দূরত্ব নিরূপণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বোকা বানানোর চেষ্টা করছেন। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। তারাই বলবে, প্রকৃতপক্ষে কার সমিতির কার্যালয় কোন জায়াগায়। এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১০

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১১

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১২

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৩

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৪

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৫

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৬

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৭

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৮

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

১৯

চিকেন’স নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, ভারী অস্ত্র মোতায়েন

২০
X