শেরপুরের শ্রীবরদী উপজেলায় গভীর রাতে ক্ষেতের ভুট্টাগাছ কেটেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এ কাজ করেছে।
এ ব্যাপারে খোরশেদ আলম বলেন, ‘রাত ২টার দিকে শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে দেখি দুর্বৃত্তরা আমার বাড়ির পাশের ক্ষেতের ভুট্টাগাছ কাটছে। এ সময় আমি চিৎকার শুরু করি। আশপাশের মানুষদের ডাকতে থাকি। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলেও জানান তিনি।
মন্তব্য করুন