পরিবারে অভাবের কারণে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় মধ্যে পড়েছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ার সুজয় মন্ডল ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আকছাদুর রহমান। তাদের পড়াশোনার সার্বিক দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে সুজয় ও আকছাদুরের মেডিকেলে ভর্তির অনিশ্চয়তার বিষয়টি অবগত হওয়ার পর তাদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ভর্তি ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর করেন তিনি।
এর আগে, সাতক্ষীরা জেলা ও গোপালগঞ্জ থেকে সরকারি মেডিকেল কলেজে যারা চান্স পেয়েছেন তাদের তথ্য কেউ দিতে পারবেন, এমন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন শেখ মাসুদা খানম মেধা। পরে সাতক্ষীরার কালিগঞ্জের এই দুই দরিদ্র শিক্ষার্থীর পরিবার মাসুদা খানম মেধার শরণাপন্ন হলে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সুজয় মণ্ডল পাবনা মেডিকেল কলেজ ও মো. আকছাদুর রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
মন্তব্য করুন