বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী/টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ডেমরায় সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ‘বুকিং সহকারী/টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষার প্রথম অংশে প্রায় ১শ’র অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা তদারকিসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব পালনে রেলওয়ের পরিচালক ট্রাফিক মাহাবুবুর রহমান বেলা ১১টায় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একটি কক্ষে ৩ পরীক্ষার্থীর কাছ থেকে এক ধরনের শব্দ শোনা যায়। ওই ৩ জনকে তল্লাশি করে তাদের জামার ভেতরে কসটেপ দিয়ে আটকানো ব্যাটারি সংযুক্ত এক শ্রেণির ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে হল পরিদর্শক রেলওয়ের কর্মকর্তা ডেমরা থানা পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে রেলওয়ের পরিচালক ট্রাফিক মাহাবুবুর রহমানের নির্দেশে পরিচালকের পক্ষে তার নিরাপত্তা সিপাহি মো. হাবুল খান থানায় গিয়ে মামলা করেন।
আটককৃতরা হলেন, মো. শাকিব আহম্মেদ (২৫), মো. রোবেল মিয়া (২৫), মো. শাহজাদা (২৮)। এরা সবাই বাংলাদেশ রেলওয়ে ‘বুকিং সহকারী/টিকিট কালেক্টর বিভাগে চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিতে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।
এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার বলেন, পূর্বে থেকেই সামছুল খান স্কুল অ্যান্ড কলেজে ওই নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্ধারিত ছিল। বেলা ১১টার দিকে থানা পুলিশকে ডেকে নিয়ে ওই ৩ পরীক্ষার্থীদের পুলিশের হাতে সোপর্দ করেন দায়িত্বরত কর্মকর্তা রেলওয়ের পরিচালক ট্রাফিক মাহাবুবুর রহমান। তাদের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন