মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩) ও তার মেয়ে ছাইমুনা (১১) এবং ছেলে তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, ‘ঋণের চাপে মা তার দুই শিশু সন্তানসহ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’
মন্তব্য করুন