নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদরাসার সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে মাদানীনগর মাদরাসার সামনে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি এক যুবকের। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩০-৩৫ বছর হবে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্ট করছি।
মন্তব্য করুন