ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে ঔষধি গাছ ভেন্না

ভেন্না গাছ
ফলসহ ভেন্না গাছ। ছবি : কালবেলা

একসময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জনপদে জাদুকরী ঔষধিগুণ সমৃদ্ধ ভেন্না গাছ সচরাচর চোখে পড়লেও সময়ের পরিক্রমায় বিলুপ্তির পথে এই গাছ। প্রাচীনকাল থেকেই মানুষের নানা চাহিদা মেটানোর পাশাপাশি মানবদেহের নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ভেন্না গাছ ও তার ফল থেকে তৈরি তেল।

তাইতো পল্লী কবি জসিম উদ্দিন তার এক বিখ্যাত কবিতায় এভাবেই তুলে এনেছিলেন ভেন্না গাছের কথা। 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,/ রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।/ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি/ একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।'

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জনপদের বনে-বাদাড়ে, পথের ধারে, পুকুর পাড় ও বাড়ির আঙিনায় একসময় দেখা যেত ঔষধি নানা গুণে সমৃদ্ধ ভেন্না গাছ। এই অঞ্চলের মানুষের নানা অসুখ-বিসুখে ভেন্না গাছের পাতা ও তার ফল থেকে তৈরি তেল ব্যবহার করা হতো।

আধুনিকায়ন আর আধুনিক চিকিৎসার উৎকর্ষে ভেন্না গাছসহ নানারকম ঔষধি উদ্ভিদ ও গাছ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে পড়ছে।

স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, পরিবেশবান্ধব ও ঔষধি গাছ ভেন্না মানুষের শরীরের কাটা অংশ জোড়া লাগাতে, চুল পড়া রোধে, মুখের রুচি বাড়াতে, শরীরের বাত-ব্যথায়, ক্ষত সারাতে ও দাঁত এবং মাড়ির যে কোনো সমস্যায় যুগান্তকারী ভূমিকা রেখে আসছে। এ ছাড়া ভেন্না গাছের ফলের বীজ থেকে তৈরি তেলে রয়েছে জাদুকরী ঔষধি ক্ষমতা। একসময় বাড়ির বা বাড়ির পাশের ক্ষেতখামারে বেড়া স্থাপনেও এই ভেন্না গাছ ব্যবহার করা হতো।

এদিকে ইউনানি চিকিৎসকরা জানান, মানবদেহের নানা রোগে ভেন্না গাছের পাতা ও বীজ থেকে তৈরি তেল প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। চোখ ওঠায় ভেন্না পাতার রস হালকা গরম করে ছ্যাঁকা দিলে অল্প সময়েই আরোগ্য পাওয়া যায়। পেটে ব্যথা হলে ভেন্নার কঁচি পাতা পানিতে সেদ্ধ করে পরিমাণমতো খেলে পেট ব্যথা সেরে যায়, এতে মাথাব্যথাও সেরে যায়। রাতকানা রোগে ১০ থেকে ১৫ গ্রাম ভেন্না পাতা ঘিয়ে ভেজে বা যেকোনো শাকের সঙ্গে ভেজে খেলে তা কমে যায়। মহিলাদের রক্তস্রাবের কারণে তলপেটে ব্যথা নিরাময়ে ভেন্না পাতা গরম করে তলপেটে ছ্যাঁকা দিলে ব্যথা সেরে যায় এবং এভাবে দু-একদিন ব্যবহারে এ থেকে নিরাময় মেলে। এ ছাড়াও ভেন্না গাছের মূলের ছাল ও হলুদ গুঁড়ো মিশিয়ে ব্যবহারে খোস চুলকানি তাড়াতাড়ি সেরে যায়। প্রস্রাব কমে যাওয়া রোগীদের ক্ষেত্রে ভেন্না গাছের কাঁচা ছাল পানিতে সেদ্ধ করে পরিমাণ মতো খেলে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায়।

আয়ুর্বেদ শাস্ত্রমতে ভেন্নার বীজ থেকে তৈরি তেল গরম করে বিষফোঁড়ার ওপর লাগালে ফোঁড়া পেকে ফেটে যায়, এতে ব্যথা উপশম হয় ও রোগ থেকে আরোগ্য মেলে। সায়োটিক বাতের ক্ষেত্রে ভেন্নার বীজ বেটে দুধের সঙ্গে মিশিয়ে খেলে এ রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। শরীরের পোড়া ক্ষতের মধ্যে ভেন্না তেল ব্যবহার করলে রোগীর জ্বালাপোড়া কমে যায় এবং কয়েকদিন ব্যবহারে এর থেকে আরোগ্য মেলে।

এ ছাড়াও ভেন্না গাছের পাতা, পাতার রস ও বীজ এবং বীজ থেকে তৈরি তেল মানুষের আরও অনেক রোগ নিরাময়ে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, ভেন্না গাছ ঔষধিগুণ সমৃদ্ধ একটি গাছ। প্রাচীনকাল থেকেই ইউনানি চিকিৎসায় এই গাছটি ব্যবহৃত হয়ে আসছে। ভেন্নার বৈজ্ঞানিক নাম Ricinus communi। ভেন্নার তেলের অপর নাম ক্যাস্টর অয়েল বা বেড়ির তেল। ভেন্না গাছের চারা দেখতে অনেকটা পেঁপে গাছের চারার মতো। এ গাছ একসময় এমনি এমনিতেই গ্রামীণ পরিবেশে জন্মাত। সময়ের পরিক্রমায় আর ভেষজ চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়ায় ঔষধি গাছ ভেন্নাসহ নানা ধরনের ঔষধি উদ্ভিদ ও গাছ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে পড়ছে। ইউনানি চিকিৎসাও এক ধরনের বিজ্ঞান। এই চিকিৎসা ব্যবস্থাকে প্রাচীনকালের মতো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সকলকে ঔষধি উদ্ভিদ ও গাছের পরিচর্যা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছেছে

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহাসড়কে তল্লাশি জোরদার

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন তারিখ নির্ধারণ

বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না : নাহিদ ইসলাম

কিডনি খারাপ হওয়ার আগে সংকেত দেয় চোখ, যে ৫ লক্ষণে বুঝবেন

সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, ব্যাখ্যার দাবি

ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে ভিশনারি নেতা লাগবে : ববিপ্রবি ভিসি

খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন ৫ দিনের রিমান্ড

১০

পর্দায় কাউকে চুমু খাবেন না জর্জ ক্লুনি

১১

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে 

১২

র‌্যাক সিরামিক নবায়ন করল মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি

১৩

নারীদের একমাত্র কাজ স্বামীর সঙ্গে থেকে সন্তান জন্মদান : প্রার্থীর বিতর্কিত মন্তব্য

১৪

মোবাইল ফোনের দাম নিয়ে সুখবর দিল এনবিআর

১৫

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শিহাব ও আমিরুল

১৬

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত

১৭

টিকিটের টাকা ফেরত না দেওয়ায় ৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ১১ পদের ফলাফল ঘোষণা

১৯

শকুনেরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে : সারজিস

২০
X