আইন না মেনে গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে বিদ্যুৎ ও দুলু নামে দুই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুনের নেতৃত্বে ভান্ডারপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী জবাইয়ের আগে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশুর সুস্থতা যাচাই করে প্রত্যয়ন না নেওয়ায় তাকে এ জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, আইন অনুযায়ী পশু জবাইয়ের আগে অবশ্যই ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মাংসের মান নিশ্চিত হতে হবে। দণ্ডিত ওই মাংস বিক্রেতা তা করেননি। তাই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক, ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম এবং বদলগাছি থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন