বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় পতাকা স্ট্যান্ডে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক কালবেলাকে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমি সকল প্রতিষ্ঠানপ্রধানদের বলেছি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। যেই সমস্ত প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই প্রতিষ্ঠানগুলো পার্শ্ববর্তী যে কোনো শহীদ মিনারে ফুল দিতে পারবে। আমার জানামতে, পতাকা স্ট্যান্ডে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কোনো বিধান নেই। এটি আসলেই দুঃখজনক ঘটনা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায়কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাজুড়ে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা, কলেজ ও কারিগরি কলেজ মিলে মোট ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে মাত্র ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। সেই সঙ্গে উপজেলার কোনো মাদ্রাসা ও কারিগরি কলেজে শহীদ মিনার না থাকারও তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন