মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কামাল হোসেন (৩১) ও তার মেয়ে মাহিরা মাহি (১০) নিহত হন। তারা বরিশালের বাবুগঞ্জ থানার রমজান কাঠি এলাকার বাসিন্দা।
হাঁসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিনহা জানান, অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দুজনের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন