মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জাহান খান ও সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদারসহ লৌহজং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন