জয়পুরহাটে একটি হত্যা মামলায় দুই নারীসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ তাদের কঠোর নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে প্রেরণ করে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী (এপিপি) গকুল চন্দ্র মণ্ডল।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র গোলাম রব্বানী, নায়েব আলীর পুত্র মোজাফ্ফর হোসেন, দরগাপাড়া গ্রামের আবু রায়হানের পুত্র রাফিউল ইসলাম, আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গামের আবু তাহের তার বাড়ির উঠোনে খড়ের গাদা থেকে খড় খুলছিলেন। এ সময় আসামিরা পূর্ব শক্রতার জেরে হাতে বাঁশের লাঠি, লোহার শাবল নিয়ে হত্যার উদ্দেশ্যে আবু তাহেরকে মারধর শুরু করে। তখন আবু তাহেরের ছেলে আবু হোসাইন তার বাবাকে রক্ষা করতে এগিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আবু হোসাইনকে বেধড়ক মারপিট করে গুরুত্বর জখম করে।
গুরুতর আহত আবু হোসাইনকে পাঁচবিবি মহিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আবু হোসাইন।
এ ঘটনায় আবু হোসাইনের বাবা আবু তাহের বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পাঁচবিবি থানার তৎকালীন এসআই মমিনুল হক মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার বিচারিক সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আজ এ রায় প্রদান করেন।
মন্তব্য করুন