চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে কাজের সময় দ্রুত গতির ট্রাক চাপায় জয়ন্ত দাস (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সকাল ১১টার দিকে মীরসরাইয়ের বারইয়ারহাট-করেরহাট সড়কের চার লেন প্রকল্পে কাজ করার সমায় হিঙ্গুলী ব্রিজের পাশে ট্রাক চাপায় গুরুত্বর আহত হন জয়ন্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জয়ন্ত দাসের বাড়ি নীলফামারী সদর থানার সুখধন এলাকায়।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বারইয়ারহাট-করেরহাট সড়কের চারলেন প্রকল্পে শ্রমিকের কাজ করছিল সে। এসময় দ্রতগামী একটি ড্রামট্রাক চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, রবিবার সকালে উপজেলার হিঙ্গুলী এলাকায় ট্রাকচাপায় এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহের হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন