চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দু'জন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় ঘটেছে। এসময় হামলাকারী শ্রী রাজন বিশ্বাসকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কের মাঝে ঘটনাটি ঘটেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আশাদুল ইসলাম ও মো. সাকিব। তারা দু'জনই চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত। তাঁদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলাকারী রাজন বিশ্বাস ঝিনাইদহ জেলার পাবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কে মাদক বিরোধী অভিযানে পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ফেন্সিডিল মাদক কারবারি শ্রী রাজন বিশ্বাসকে গতিরোধ করে পুলিশ। সেসময় সঙ্গে থাকা ধারালো ছুরি নিয়ে পুলিশের উপর আতর্কিত হামলা চালায় তিনি। হামলায় ডিবি পুলিশের দু'জন সদস্য আহত হন।
পালানোর সময় ৪৮ বোতল ফেন্সিডিলসহ হামলাকারীকে আটক করে জেলা ডিবি পুলিশ। আহত ডিবি পুলিশের আহতদের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অন্য পুলিশ সদস্যরা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দু'জন পুলিশ সদস্য ছুরি আঘাতে আহত হয়েছে। এসময় হামলাকারী একজনকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন