ভোলার দৌলতখানে এক ভাঙারি দোকান থেকে নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের একটি গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, ভোলার দৌলতখানের পশু হাসপাতাল মোড় এলাকায় ফিরোজের একটি ভাঙারি দোকানের গোডাউন থেকে ২০২৪ সালের ১ হাজার ২০০ পিস সরকারি পাঠ্যবই ও কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত ১১শ কেজি লোহারসামগ্রী উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। এ সময় কবির নামে এক ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, সরকারি উদ্দেশ্য হচ্ছে বছরের প্রথমে মাদ্রাসা ও স্কুলে পাঠ্যবই বিতরণ করা। এসব বই বিক্রি নিষিদ্ধ। সরকারি এসব বই বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ অভিযান নামে। এ সময় সরকারি বই জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন