ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন এক সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি জানান, চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে জমি দখল নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায়। এতে তিনি ক্ষিপ্ত হন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পালামগঞ্জ বাজারে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যান সাংবাদিক কাজী জোবায়েরের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় অভিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘এখানে যে আসবে তাকেই গুলি করে ফেলে দেব।’ এ ছাড়া জমি দখলসংক্রান্ত সংবাদ সরিয়ে নিতেও বলেন তিনি।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
কাজী জোবায়ের আহমেদ বলেন, ‘আমজাদ চেয়ারম্যান আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ ছাড়া সংবাদ না সরিয়ে নিলে গুলি করার হুমকি দিচ্ছেন। তাই নিরাপত্তা চেয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ হোসেন জানান, নিরাপত্তা চেয়ে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ থানায় একটি অভিযোগ করেছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ নজর রাখছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন