দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কুষ্টিয়ার দৌলতপুর থানা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর থানা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওই হামলার পর মামলা করা হলে রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলেন মজনু (৩৫) ও শিপন (২৭)।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত হন কালবেলার প্রতিনিধি শরীফ বিশ্বাসসহ তার ক্যামেরাপারসন এসআই সুমন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এ সময় সুমনের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ওই দিন রাতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন শরীফ।

হামলার শিকার শরীফ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় এক ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা অবস্থায় মারধরের শিকার তাদের তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে পাঠানো হয়।

আহত শরীফ বিশ্বাস আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেই।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে দখলমুক্ত ফুটপাত, ব্যবসায়ীদের জরিমানা

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

ছিলেন জন্মগত বয়রা, গ্রেনেড হামলার ভুক্তভোগী সেজে ‘আওয়ামী গডফাদার’

গাজার যোদ্ধাদের প্রধান নিহত, যা বলছে পশ্চিমা বিশ্ব

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

কে এই ইয়াহিয়া সিনওয়ার

খাতা না দেখেই মনগড়া রেজাল্ট দিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

চিলমারীতে নদীতে ৫০০ হেক্টর জমি, নিঃস্ব ৩০০ পরিবার

১০

বায়তুল মোকাররম মসজিদে নতুন খতিব নিযুক্ত 

১১

১৮ অক্টোবর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১২

১৮ অক্টোবর : নামাজের সময়সূচি

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

বেরোবিতে ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

ধর্মপাশায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

১৭

বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩  

১৮

দেবিদ্বারে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

কুলাউড়া ছাত্রলীগ সভাপতি তায়েফ কারাগারে

২০
X