শেরপুরের শ্রীবরদীতে হাতুড়ি পেটায় বাবা আবুল কালাম আজাদ (৬১) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে সাজিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবুল কালাম আজাদ পানের ব্যবসা করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানষিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছেন। বড় ছেলে জাহিদ (২৯) ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদও ঢাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। আবুল কালাম আজাদ ছেলের কাছেই থাকতেন। ১০-১২ দিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। বুধবার রাতে তার ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে বসতঘরে ঢুকে হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করেন।
পরে আশপাশের লোকজন চিৎকার শোনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাজিদকে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমাদের তদন্ত চলছে।
মন্তব্য করুন