লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খাতাপাড়া মাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের চওড়াটারী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে সিরাজুল আদিতমারী থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক ট্রাকচালক রহমত আলী (২৭) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ দোহালিপাড়া গ্রামের হানিফ মোল্লার ছেলে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, সড়ক দুর্ঘটনায় জড়িত ট্রাকচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন