বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে দুদিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এই লোক উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী।
শাহ আব্দুল করিম স্মৃতি সংসদের সভাপতি বাউল পুত্র শাহ নুরজালালের সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহ আব্দুল করিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দ্রুপদ চৌধুরী নূপুর।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টি ও তার কর্মকে বাঁচিয়ে রাখতে উজানধলে শাহ আব্দুল করিম সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় কেন্দ্রটি প্রতিষ্ঠা করবে। এছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয় হাসান রাজা, রাধারমণ দত্ত ও দুর্বিন শাহের স্মৃতি ধরে রাখতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে।
প্রতি বছরের ন্যায় এবারও বাউল সম্রাট আব্দুল করিম স্মৃতি সংসদ দুদিনব্যাপী লোক উৎসবের আয়োজন করেছে। জেলা প্রশাসন এই আয়োজনে সহযোগিতা করে যাচ্ছে এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, আলী আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহ আব্দুল করিমের ভক্তদের অংশগ্রহণে শুরু হয় লোকগান ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এবছর লোক উৎসবের আয়োজন করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
মন্তব্য করুন