ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিরাজ মিয়া (৬৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, মৃত কয়েদির বাবার নাম বিনত কারিগর। তার কয়েদি নম্বর ৮৮৪৫/এ।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে কয়েদি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। এখানে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন