বগুড়ার শাজাহানপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকারিয়া হোসেন (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়েছিল।
গ্রেপ্তারকৃত জাকারিয়া উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি পাড়া গ্রামের বাসিন্দা। প্রায় দেড় যুগ আগে ‘স্বভাবজাত’ কারণে নিজ গ্রাম থেকে বিতাড়িত হন তিনি। বর্তমানে তিনি একই ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়ায় তার শ্বশুরের জমিতে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দায়ের করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের এক পরিবহন শ্রমিক বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তার ছয় বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে চড়া পাথারে ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে মেয়েকে পাথারে রেখে কিছু ঘাস বাড়িতে রাখতে যান। বাড়িতে ঘাস রেখে ফিরে গিয়ে দেখেন তার মেয়ে নেই। পরে বাড়িতে এসে মেয়েকে পান। জানতে পারেন তার মেয়ের পেটে ব্যথা। ক্রমেই ব্যথা বাড়তে থাকলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ব্যথা না কমলে রাতে মেয়েটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়।
মেয়েটির বাবা জানান, মেয়েকে একা পেয়ে পাশের জমিতে কাজে থাকা জাকারিয়া তার মেয়েকে ধর্ষণ করেন। রাতে মেয়ের কাছে জানার পর স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে থানায় জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল বাছেদ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির বাবা তার স্ত্রী ও ওই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে বিষয়টি জানান। বিষয়টি জানার পর স্থানীয় এক সাংবাদিককে জানানো হয়। পরে সাংবাদিকের পরামর্শে ভুক্তভোগী পরিবারকে থানা পুলিশের আশ্রয় নিতে বলা হয়। বিষয়টি জানার পরপরই ওই রাতেই থানা পুলিশ জাকারিয়াকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা গ্রহণ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন