শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আধা ঘণ্টা দেরিতে এসএসসির প্রশ্নপত্র বিতরণ, আত্মগোপনে ২ পর্যবেক্ষক

দেরিতে প্রশ্নপত্র বিতরণের খবরে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ছবি : কালবেলা
দেরিতে প্রশ্নপত্র বিতরণের খবরে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ছবি : কালবেলা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও শেরপুরের একটি কেন্দ্রে প্রশ্নপত্র আধা ঘণ্টা দেরিতে বিতরণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত দুই পর্যবেক্ষক আত্মগোপনে রয়েছেন। জেলা শহরের মডেল গার্লস ইনস্টিটিউট, শেরপুর কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

অভিযুক্ত দুই পর্যবেক্ষক হলেন, মডেল গার্লস ইনস্টিটিউটের শিক্ষক নাজির আহমেদ ও জঙ্গলদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন কনক।

সরেজমিন জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে মডেল গার্লস ইনস্টিটিউট, শেরপুর কেন্দ্রে ৫৯৭ জন পরীক্ষার্থী ছিল। এই কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে চারজন পরীক্ষার্থী অংশ নেন। ওই কক্ষের পরীক্ষার্থীদের অভিযোগ, ‘প্রশ্নপত্র দিতেই ২২ মিনিট দেরি করা হয়। আবার ঠিক বেলা ১টায় উত্তরপত্র জমা নেন দায়িত্বে থাকা শিক্ষকরা।

পরীক্ষার্থীরা আরও বলে, ‘বিষয়টি কেন্দ্রের কর্তৃপক্ষকে আমরা জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের চলে যেতে বলেন। এ ছাড়া কেন্দ্রে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা পরীক্ষা শেষে সময় বৃদ্ধির আবেদন করলেও আমাদের হাত থেকে খাতা টেনে নেওয়া হয়েছে।’

অভিভাবক আব্দুর রহিম বলেন, ‘আমার মেয়ে এই কক্ষের পরীক্ষা দিয়েছে। কিন্তু কেন্দ্রের অব্যস্থাপনা এবং শিক্ষকদের অবহেলার জন্য অনেক জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার মতো শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে।’ তিনি অপরাধীদের শাস্তি দাবি করেন।

সাতানিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সুপার এমদাদুল হক বলেন, প্রশ্নপত্র খুলে সব কক্ষে পৌঁছাতে পাঁচ মিনিটের বেশি দেরি হওয়ার কথা নয়। কেন দেরি হলো আমিও বুঝতে পারছি না।’ তবে ঠিক ২২ মিনিট দেরি হয়নি বলে দাবি তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া বলেন, ‘প্রশ্নপত্র দেরিতে দেওয়া ঠিক হয়নি। এখানে শিক্ষকদের কারণে দেরি হয়েছে বলে অভিযোগ পেলাম। এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় বিকেলে তলব করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে‌।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাকবলিত সিলেটে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

ঝালকাঠি সদর হাসপাতালে পানির সংকট চরমে 

রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

যে কারণে স্পেনের বিপক্ষে জার্মানিকে পেনাল্টি দেওয়া হয়নি

সিলেটে সাড়ে ২৮ লাখ টাকার মাদক জব্দ

দল সেমিতে গেলেও ইউরো শেষ পেদ্রির

জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই : জনপ্রশাসনমন্ত্রী 

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্টে ১০৬২ মিটার ঝুঁকিপূর্ণ

বেলাবতে চায়না কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

১০

তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন

১১

কোটার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

১২

কোটাবিরোধী আন্দোলন / ক্লাস বর্জনের ডাক দিচ্ছে জবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা 

১৩

ওয়ান বাংলাদেশের সন্মিলনে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

১৪

দাবাকে ভালোবেসে, দাবার কোর্টেই প্রাণ

১৫

নিষিদ্ধ ভয়ংকর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট কে?

১৬

চিনিকলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ এস আলম গ্রুপের

১৭

আ.লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার 

১৮

বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর

১৯

মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে

২০
X