কুমিল্লায় দিন-মজুর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুনামগঞ্জ জেলার দক্ষিণ শান্তিনগর শ্যাম আজিজুর রহমানের ছেলে মো. লিটন (২৬) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের আ. সোবহান (৫০)।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ২০১২ সালের ৩১ জুলাই দিন-মজুর জাহাঙ্গীর হোসেনকে (৫৫) চৌদ্দগ্রামে মৎস্য প্রকল্পের টিনশেড ঘরে কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছরের পয়লা আগস্ট নিহতের শ্যালক মো. ফুল মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলার দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে এ রায় দেন।
রায় ঘোষণাকালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোবহান আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন মিয়া পালাতক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন মো. জসিম উদ্দিন।
মন্তব্য করুন