ভালোবাসার টানে মালয়েশিয়ার লাইলা ছুটে এসেছিলেন কিশোরগঞ্জের নিকলীতে। গত বছরের ৬ অক্টোবর উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয় প্রেমিক আদনান রকি জোভানের সঙ্গে।
আজ ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস। বিয়ের পর প্রথমবারের মতো মালয়শিয়াতেই একসঙ্গে দিবসটি উদ্যাপন করছেন এ দম্পতি।
কেমন আছেন তারা মোবাইলে কালবেলা থেকে এমন প্রশ্ন করা হলে আদনান রকি জোভান ও লায়লা মিয়া আব্দুল্লাহ মুঠোফোনে বলেন, আমরা বিয়ের পর মালয়েশিয়াতে এসে একটি মোবাইল ফোনের দোকান ও দুটি কার ওয়াশের দোকান দিয়েছি আমরা দুজনেই ব্যবসায় সময় দিচ্ছি। আমাদের বিবাহিত জীবনে আমরা অনেক সুখে আছি।
তারা বলেন, আমাদের বিয়ের সিদ্ধান্ত সঠিক ছিল আমাদের ভালোবাসা সার্থক হয়েছে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সারা জীবন যেন আমাদের এই বন্ধন অটুট থাকে এবং সুখে শান্তিতে থাকতে পারি। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রইল।
মন্তব্য করুন