নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জরিমানার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া।
এ দিন বিকেলে উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিবেশগত ছাড়পত্রবিহীন গড়ে ওঠা মেসার্স ওএসবি ব্রিক্সে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
মলিন মিয়া বলেন, ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এই ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার। আত্রাই থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
মন্তব্য করুন