ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর দুইটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে।
সাগরিকা এক্সপ্রেসের আনসার কমান্ডার শফিকুর রহমান জানান, ফেনী রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন