পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোরেও তেমন কুয়াশা ছিল না। সকালেই দেখা মেলে সূর্যের। এ ঝলমলে রোদেও উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সন্ধ্যার পর শীতের তীব্রতা আরও বাড়ে। ছিন্নমূল ও গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ শনিবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায় । সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন