ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে খুন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র নিরব হোসেন (১৬) কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। নিরব এ সময় প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে বখাটেরা সেখান থেকে চলে যায়।
এর জেরে আজ বিকেলে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এসে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।
মন্তব্য করুন