শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে ‘কোচ মাতৃভাষায় শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সোনে রাংটিয়া কোচপাড়া স্কুল মাঠে এ সভা হয়। সভায় কোচ ভাষা টিকিয়ে রাখতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
দুর্জয় কোচের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোচ নেতা হিটলার কোচ । হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) আয়োজিত সভায় অন্যান্য অতিথিদের মধ্যে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মন, আব্দুল হান্নান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, তাপস বিশ্বাস, কবি ও সাংবাদিক রফিক মজিদ প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, কোচ ভাষাকে টিকিয়ে রাখতে হলে সবার আগে ঘর থেকে শুরু করতে হবে। অর্থাৎ কোচ মায়েদের পারিবারিকভাবে তাদের এই ভাষাকে ছেলে-মেয়েদের সঙ্গে বেশি বেশি ব্যবহার করতে হবে। তারপর আদিবাসী নেতা এবং সরকারের সহযোগিতা নিয়ে এ ভাষার বর্ণমালা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ সময় গ্রামের কোচ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন