টাঙ্গাইলে এক স্কুলছাত্রকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের একদিনের মাথায় দুর্বৃত্তরা পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছে। তারা লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। দ্রুত এ টাকা না দিলে ওই স্কুলছাত্রকে হত্যা করারও হুমকি দিয়েছে অজ্ঞাত চক্রটি।
জেলার ধনবাড়ী থানার সোনামুই বাদুড়িয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে জুনায়েদ হোসেনকে অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। জুনায়েদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেন ধনবাড়ী থানার এসআই মো.জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাত অপহরণচক্র জুনায়েদকে তুলে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের কাজ করছে পুলিশ। অপহরণ চক্রের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবে বলে আশা করেন তিনি।
এ ছাড়া অভিযানে সফলতার স্বার্থে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য করুন