হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের খালের পাশে আতাউর রহমান (৫০) নামের এক টমটম চালকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। আতাউর চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
নিহতের পরিবারের লোকজন বলেন, বুধবার রাত ১০টার দিকে আতাউর ব্যাটারিচালিত টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পর দিন ভোর ৬টার দিকে বালিয়ারি গ্রামের খালের পাশে তার ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখেন লোকজন। তার পেট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত ছিল। পুলিশকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মন্তব্য করুন