ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে সাত শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছ।
ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত তেমনি খুশি অভিভাবকরাও।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
শেখ আবদুর শুক্কুর মানিক বলেন, দেশে সবুজ বনায়নে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, কালিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর চৌধুরী ।
এর আগে প্রধান অতিথিসহ আগতরা স্কুলে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
মন্তব্য করুন