জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকার কিশোর গ্যাংয়ের লিডার আরিফুর রহমানসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা হলো- পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), গিরেন রায়ের ছেলে জনি রায় (১৯), আবু বকর সিদ্দিকের ছেলে কাওসার মন্ডল (২০), সন্তোষ রায়ের ছেলে উজ্জল রায় ও একই এলাকার শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংয়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণে এলাকাবাসী আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ছাড়া দিন দিন ভয়ংকর অপরাধের সঙ্গে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়ছেন। এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না।
কিশোর গ্যাংয়ের এমন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল কলেজপাড়া এলাকায় পৌঁছালে গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন