গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার বাড়িতে গভীর রাতে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৩টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরে আলম মোল্লা জানান, রাত পৌনে ১২টার দিকে আমার ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে আক্তার খান ও হাসান খন্দকার বলে পরিচয় দিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।
পরে রাত পৌনে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন লোক আমার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি করে। গুলির শব্দ শুনে আমি বের হতে চাইলে আমাকে লক্ষ্য করে প্রথমে তিনটি গুলি করে।
এ সময় আমি বাড়ির দ্বিতীয় গেট দিয়ে বের হতে চাইলে আরও ৬টি গুলি ছোড়ে। আমাকে হত্যা করতে ব্যর্থ হয়ে আমার বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। কারও সঙ্গে ব্যক্তিগতভাবে আমার শত্রুতা নেই। নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার আমি।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন, শ্রীপুর থানার ওসি শাহ জামান ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলসহ আরও অনেকে।
শ্রীপুর থানার ওসি শাহ জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সিসি ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন