ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার কাতিহার বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আনিছুর (৩০) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাতিহার বাজারে এ অভিযান চালায়। সেখানে রুস্তমের পানের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় চারদিক ঘিরে আনিছুরকে আটক করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানা ৩০০ (তিন শত) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমানিক নব্বই হাজার টাকা।
রাণীশংকৈল থানা ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলা জেলহাজতে পাঠানো হবে।
মন্তব্য করুন