বরিশাল নগরীর বটতলা বাজারে একটি কুকুরকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রায়হান পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, বিকেলে একটি কুকুর গলাকাটা অবস্থায় দৌড়ে বটতলা মোড় এলাকায় আসে। পরে প্রায় একঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় কুকুরটি। তাদের ধারণা কুকুরটিকে মাংসের দোকানে বিক্রির উদ্দেশে জবাই করা হয়।
নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা ও পথ-কুকুরদের দেখভাল করা ডা. তাবাছুম বলেন, কুকুরটির নাম সেট। প্রায় তিন বছর ধরে কুকুরটি বটতলা বাজারে থাকত। প্রায় সময় এসে আমি কুকুরটি দেখভাল করতাম। কুকুরটির গলায় নাম সংবলিত একটি বেল্ট পরানো ছিল।
রোববার বিকেলে খবর পেয়ে আমি বটতলা বাজারে ছুটে আসি। তিনি অভিযোগ করেন, ছাগলের মাংস হিসেবে বিক্রি করতেই কুকুরটিকে জবাই করা হয়েছে।
বরিশাল অ্যানিমেল কেয়ার টিমের সভাপতি সৈয়দ রিমেল বলেন, এ ঘটনায় মামলা করবেন তারা। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
তবে বিষয়টি অস্বীকার করে বটতলা বাজারের মাংস বিক্রেতা হুমায়ুন কবির সিকদার বলেন, রায়হান এ বাজারে কোনো দোকানে থাকে না। এঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কেউ তাদের ক্ষতিসাধন করতে এমন ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনিসুল হক।
মন্তব্য করুন