দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় স্পিকার ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে তিনি সংসদ ভাবনস্থ নিজ বাসভবন হতে সকাল ৯টায় সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, অ্যাডভোকেট মো. শামসুল হকটুকু, জাতীয় সংসদের চিপ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাইমুম সারওয়ার কমল, খুলনা-২ আসনের সংসদ শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন