কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার ছবি তোলায় সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্ছিত

অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।
অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।

কক্সবাজারে অবৈধ পার্কিং করা যাত্রীবাহী বাস থেকে ঘুষ নেওয়ার ছবি তোলায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় সার্জেন্ট মাজাহারুল ইসলাম সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা একান্তই তার ব্যক্তিগত। কোনো ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণতি হলে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার শিকার সাংবাদিক রাশেদুল মজিদ জানান, সকালে ব্যক্তিগত কাজে একটি অটোরিকশায় করে বাস টার্মিনালে যাওয়ার সময় কলাতলীর মোড়ে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মাজাহারুল অবৈধভাবে পার্কিং করা একটি বাসের চালকের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেই ছবি ধারণ করায় সার্জেন্ট মাজহারুলের হাতে তিনি হামলার শিকার হন এবং ফোন ছিনিয়ে নিয়ে যান। এরপর তার আইডি কার্ড দেখালে সেটিও ছিনিয়ে নেন।

এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ

যুদ্ধবিরতি মেনে নিতে দাবিনামার তালিকা পেশ রাশিয়ার

মুহূর্তেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ হাজার টিকিট

চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, বেতন লাখের ওপরে

সাবেক এমপি আবু জাহিরসহ ৪০ জনের নামে মামলা

দুপুরের মধ্যে দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিআরডিবির অর্থ কেলেঙ্কারি / আ.লীগ নেতার ১১ বছর জেল, জরিমানা ৩১ লাখ টাকা

১০

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু 

১১

শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক, তখনই হাজির চিতাবাঘ

১২

এসির ভেতর বাসা বেঁধেছে সাপ, পরিষ্কার করতে গিয়ে হতবাক যুবক

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

সোনারগাঁয়ে ‘পাঁচ’ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

১৫

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

১৬

১৪ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

১৪ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৮

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, আটক ৫

১৯

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজারে রফাদফা

২০
X