সংসদীয় আসন পুনর্বিন্যাসে কুমিল্লা মেঘনা উপজেলা কুমিল্লা সংসদীয় আসন- ১ দাউদকান্দি থেকে কুমিল্লা-২ আসন হোমনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর ওই আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মেঘনাবাসীর সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভায় মিলিত হন।
শনিবার (৮ জুলাই) বিকেলে মেঘনার হোমনায় একটি কমিউনিটি সেন্টারে চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মেঘনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নিজস্ব সংসদীয় (হোমনা-মেঘনা) আসনটি পুনর্বিন্যাস করে। নির্বাচন কমিশনের স্বাক্ষরিত একটি গেজেট প্রকাশের মাধ্যমে গত ১ জুন দাউদকান্দি থেকে মেঘনাকে আলাদা করে হোমনার সঙ্গে যুক্ত করে কুমিল্লা-১ থেকে কুমিল্লা-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই মেঘনার বিভিন্ন এলাকায় দলমত নির্বিশেষে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর মেঘনার মাটিতে বিভিন্ন স্থানে পথসভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে মেঘনার হাজার হাজার আপামর জনসাধারণ।
মেঘনার জনসাধারণের এমন উপস্থিতিতে ধন্যবাদ জানান সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। তিনি বলেন, আমি আজ আপনাদের যে ভালোবাসা দেখেছি তাতে আমি গর্বিত ও আপ্লুত। আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে পথ চলতে চাই। আমি আপনাদের জন্য কিছু করতে চাই। আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আগামীতে আমার কর্মের মাধ্যমে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
লুটেরচর আওয়ামী লীগ সভাপতি দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, হোমনা পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, হোমনা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি শউকত আলী, লুটেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি মনির সিকদারসহ উপজেলা আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মন্তব্য করুন