সাতক্ষীরায় তীব্র শীতে দরিদ্র-হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের সুলতানপুরে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে কম্বল তুলে দেন নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন।
নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। তার নির্দেশনায় এ জনপদের মানুষের জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগ শীতবস্ত্র বিতরণ করছে। শেখ হাসিনা অসহায় মানুষের জন্য, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ অসংখ্য সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব শেখ নাজমুল হক রনি, সাবেক সদস্য শেখ আশিকুর রহমান, শেখ নিয়াজ মাহমুদ বিমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবু তাহের রাজু, কর্নেল বাবু মওদুদুল ইসলাম খোকন, মীর কর্নেল বাবু, হুমায়ুন কবির, শেখ জাহাঙ্গীর কবির, লাভল, খোক, ফারুক, জামাল, হাবিব, বাবু, আজিম, ফয়সালসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন