ময়মনসিংহের নান্দাইলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি এবং মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের বনগ্রাম চৌরাস্তা বাজারে বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একই সময়ে নান্দাইল পৌর সদরে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ সব সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বনগ্রাম চৌরাস্তা বাজারে কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাসুদ মোড়ল, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ভুঁইয়া, মাহাবুব আলম রবিন, শফিকুল ইসলামসহ প্রমুখ।
মন্তব্য করুন