গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির পূর্ব ঘোষিত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এই মিছিল বের হয়। এর আগে গত শনিবার দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, ভোটারবিহীন সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পরামর্শে কাপাসিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা সড়কের সূর্য নারায়ণপুর এলাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম বুলু, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল নেতা মহিবুর রহমান, নুরুজ্জামান, আকরাম হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন