‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্ব মূলক প্রকল্প’-এর আওতায় পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের খোয়ারপাড় এলাকায় ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করছে বেশ কিছু মালিক-চালক। এই দূষণ রোধ করতে অভিযান পরিচালনা করে সাতজন ট্রাক চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৯টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
এবিষয়ে শেরপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ বলেন, আজ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ হর্ন ব্যবহার করার কারণে ৭টি মামলায় সাতজনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন