বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে পিঁড়িতে বসেই চুল-দাড়ি কাটেন নরসুন্দর মানিক

পৌরসদর বাজারের ফুটপাতে বসে চুল-দাড়ি কাঠছেন মানিক চন্দ্র শীল। ছবি : কালবেলা
পৌরসদর বাজারের ফুটপাতে বসে চুল-দাড়ি কাঠছেন মানিক চন্দ্র শীল। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র শীল (৭০)। পাঁচ দশক ধরে পৌরসদর বাজারের ফুটপাতে পিঁড়িতে বসিয়ে মানুষের চুলদাড়ি কেটে জীবিকা নির্বাহ করছেন তিনি। পৈতৃক সূত্রে শেখা এই পেশায় পুঁজি বলতে নিজের রয়েছে কাঠের তৈরি দুটো পিঁড়ি, চিরুনি, ক্ষুর, কাঁচি, ফিটকিরি আর সন্তা দামের সেভিং ক্রিম। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়া এই প্রবীণ এখন আর আগের মতো দিনভর কাজ করতে পারেন না।

যুগ বদলের সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। মানুষের আচার-আচরণ থেকে শুরু করে পুরনো দিনের জীবনাচারণ ও ঐতিহ্যও বিলুপ্ত হচ্ছে। তেমনি কালক্রমে হারিয়ে যেতে বসেছে পিঁড়িতে বসে ভ্রাম্যমাণ নরসুন্দরের সুনিপুণ হাতে চুল ও দাড়ি কাটার দৃশ্য। সময়ের আবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে অন্য অনেক পেশার মতোই নরসুন্দরের এই পেশাও বদলে যাচ্ছে। সেই সঙ্গে আধুনিকার ছোঁয়ায় ফুটপাতে পিঁড়িতে বসে ক্ষুর কর্ম করানোর ক্রেতাও প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় পিঁড়িতে বসিয়ে ক্ষুর কর্মের ভাটায় শেষ সময় পার করেছেন মানিক চন্দ্র শীলেরা।

মানিক শীলের মতোই একই জায়গায় জলসুখা ইউনিয়নের মনোরঞ্জন শীলও একই ভাবে শেষ সময় পার করছেন পিঁড়িতে বসিয়ে ক্ষুর কর্মের। সরেজমিনে পৌরশহরের গরুর বাজার এলাকায় যাওয়ার পথে উপজেলা প্রেসক্লাবের পাশে দেখা যায়, কাটের পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটছেন মানিক চন্দ্র শীল।

আলাপচারিতায় মানিক চন্দ্র শীল কালবেলাকে জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে নিজের বয়স যখন ১৭ কি ১৮ বছর, তখন থেকে বাবার হাত ধরে পিঁড়িতে বসিয়ে এই নরসুন্দরের কাজ শুরু করেন তিনি। সেই সময়ে গঞ্জের এই বাজারের সাপ্তাহিক দুটি হাটবারসহ (রবি ও বৃহস্পতিবার) সপ্তাহের প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হতো। কাজও ছিল প্রচুর। কিন্তু দিন বদলের স্রোতে বিভিন্ন স্থাানে গড়ে উঠেছে নানান আধুনিক প্রযুক্তির সরঞ্জামসহ নরসুন্দরের দোকান। সেখানেই এখন মানুষ চুল কাটা, দাড়ি কাটার কাজ করেন। হাতে গোনা কিছু নিম্নআয়ের মানুষ আমাদের দিয়ে কাজ করান। এতে কোনো দিন ইনকাম হয় দুই থেকে তিনশ টাকা আবার কোনদিন শ‘দেড়েক টাকার কাজও হয় না। ছেলে আধুনিক নরসুন্দরের একটি দোকানে কাজ করে তাদের সহযোগিতা আর নিজের উপার্জনে কোনো রকমে চলে দিনতিপাত। এখন যে যন্ত্রপাতি আর জিনিসপত্র সেলুনে ব্যাবহার হয় আমাদের সময় এগুলো ছিল কল্পনার বাইরে। মনোরঞ্জন শীল বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধইরা টুলে বসাইয়া এভাবেই এই বাজারে নরসুন্দরের কাজ করতাছি। আগে এই বাজারে মানুষ আইতো সব জায়গা থাকি। এখন সব জাগাত ভালা দোকান হইছে। এখন আর মাইনষে বইয়া চুল, দাড়ি কাটে না তেমন। ছেলেরা বাজারে সেলুনে কাজ করে তাদের দিয়েই সংসার চলে। তারাও বিয়েশাদি করেছে, এখন নিজের ভার নিজেকেই বইতে হয়।

স্থানীয় ব্যবসায়ী আকবর মিয়া জানান, আমরা কৈশোর থেকে দেখে আসছি এই সদর বাজারে এই বয়স্ক দুজনই আছেন যারা পিঁড়িতে বসিয়ে আজও নরসুন্দরের কাজ করছেন। উনাদের পর এই বাজারে পিঁড়িতে বসিয়ে চুল, দাড়ি কাটার আর কেউ থাকলো না।

রাজু ইসলাম নামে অপর একজন কালবেলাকে বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম। চুল কাটাতে তাদের দায়িত্ব দিয়ে বাবা বাজারের সব কাজ শেষে আসতেন। এখন আর তাদের কাছে চুল দাঁড়ি কাটা হয় না। ছেলে মেয়েদের চুল ও কাটায় আধুনিক সেলুনগুলোতে। আমরা এই দৃশ্য নিজের চোখে দেখলেও আগামী সময়গুলোতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বিষয়টা নিছক গল্পই মনে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

আবু সাঈদের ক্যাম্পাসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ম্যুরাল

বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা শুরু

পাবিপ্রবিতে শেখ মুজিবুর ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা

‘হাজারটা লাশ মাড়িয়েও যার একবিন্দু অনুশোচনা নেই...’

রাবিতে শেখ পরিবারের নাম মুছলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, নতুন নামে চার হল

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

এবার আ.লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

সার বিক্রিতে আ.লীগ নেতার অনিয়ম, অতঃপর... 

১০

এবার সুধা সদনেও আগুন

১১

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

১২

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি’

১৩

সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৪

কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি

১৫

মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সম্পাদক মিন্টু

১৬

৩২ নম্বরের সর্বশেষ অবস্থা

১৭

১৫ বছরে ১৩ বার বদলি হন ডা. পলাশ

১৮

নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন : জামায়াত নেতা রফিকুল

১৯

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস

২০
X