কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সমুদ্রের স্বাস্থ্য ভালো নেই, বাড়ছে এসিডিটি’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমুদ্রের স্বাস্থ্য ভালো না। সাগরে প্রতিনিয়ত বাড়ছে এসিডিটির পরিমাণ। এটা শুধু আমাদের দেশে নয়, বিদেশের সাগরেও হচ্ছে। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত অপচনশীল প্লাস্টিক সাগরের তলদেশে জমা হওয়ার ফলে এ সমস্যা তৈরি হচ্ছে। তাই সমুদ্র সম্পদ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আমাদের বিশাল সমুদ্র সম্পদকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, আমাদের বিশাল সমুদ্র সম্পদ সম্পর্কে এখনো আমাদের অজানাই রয়ে গেছে। প্রতিদিন আমরা ফ্রেস ওয়াটার রিসোর্চ বা সমুদ্র তলদেশের ওপর নির্ভরশীল। সে সম্পদ যদি উত্তোলন বা ব্যবহারের আগে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মেরিন ইকোসিস্টেমের বিশাল ক্ষতি হবে। এ বিষয়ের ওপর গবেষণা চলছে। মাইক্রো প্লাস্টিক থেকে ন্যানো প্লাস্টিক পর্যন্ত আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। আমরা শনাক্ত করার চেষ্টা করছি কী কারণে সাগর দূষিত হচ্ছে এবং এর প্রভাব কেমন হতে পারে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সমুদ্র গবেষণার বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স (আইসিও) উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

দেশ-বিদেশের সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করে তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলের মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জসমূহ সম্পর্কে জানতে এ সম্মেলনের আসল উদ্দেশ্য। এ ছাড়া দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনীল অর্থনীতির যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন ও গতিশীল করতে আন্তর্জাতিক সেমিনার বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন মহাপরিচালক।

এদিকে মাটি খুঁড়ে তিমির হাড় উত্তোলনের বিষয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক বায়োলজিক্যাল বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ বলেন, মৃত তিমির হাড়গুলো উত্তোলনের পর গবেষণার জন্য বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে রাখা হবে। পরবর্তীতে মেরিন অ্যাকুরিয়াম স্থাপন কাজ শেষ হলে সেখানে রাখা হবে।

তিনি বলেন, ২০২১ সালের ১০ এপ্রিল কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন সৈকতে অর্ধগলিত মৃত তিমি ভেসে আসে। ভেসে আসার সময় তিমিটির ওজন ছিল প্রায় ৯ মেট্রিক টন, দৈর্ঘ্য ৪৬ ফুট ও প্রস্থ ১৬ ফুট। আমরা এখনো নিশ্চিত না কেন তিমিটির মৃত্যু হয়েছে। তবে ‍দুটি কারণকে আমরা শনাক্ত করেছি। একটি হচ্ছে সমুদ্রে চলাচল করা বড় জাহাজের সঙ্গে ধাক্কা, আরেকটি হচ্ছে পানিতে অতিমাত্রায় ভাইব্রেশন। তা নিয়েও কাজ করা হচ্ছে। একটি তিমিতে ছোট বড় মিলে মোট ৩৫৪টি হাড় থাকে। এখন পর্যন্ত আমরা মাটির নিচ থেকে ১৩০টি হাড় সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, কঙ্কাল উত্তোলনের পর সেগুলো প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং রিএসেম্বলিংয়ের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম চিড়িয়াখানা এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি টিম গঠন করা হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ হলে গবেষণার জন্য কঙ্কালটি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হবে। পরবর্তীতে বিওআরআই-এর আওতায় মেরিন অ্যাকুরিয়াম স্থাপন কাজ শেষ হলে কঙ্কালটি সেখানে রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহার, জানালেন হাসনাত আব্দুল্লাহ

নিজ দেশবাসীকে সুখে রাখতে ট্রাম্পের নয়া ভাবনা

গুগল ম্যাপে দেখা যাবে নতুন এক উপসাগর

রিমোট কাজের জন্য ভিসা সহজ করল নিউজিল্যান্ড

আসছে মোস্তফা আলম বনির গল্প ছন্দে স্বাস্থ্যকথা

ইডেন ছাত্রী পুষ্পিতার মৃত্যুর সংবাদে ভিন্ন ছবি প্রচার

চিরিরবন্দরে ড্রাম ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক

নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টারকে এবিসির শুভেচ্ছা

কুষ্টিয়ায় চাঁদা দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

১০

জেলে বসেও ষড়যন্ত্র করছে দরবেশ বাবারা : সারজিস আলম

১১

এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

১২

স্বামীর একাধিক বিয়ে নিয়ে মাথাব্যথা নেই ফারাহ ইকরারের

১৩

হারিয়ে যাওয়া ১১ মোবাইল উদ্ধার করল নিউমার্কেট থানা পুলিশ

১৪

৩৪ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় প্রধান শিক্ষকের

১৫

গরিবকে আরও মারলেন ট্রাম্প, তিন প্রাণঘাতী রোগের ওষুধ বন্ধ

১৬

মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে : আবু হানিফ

১৭

জালিম ও বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত : রেজাউল করিম

১৮

শিক্ষার্থীদের ভাঙচুর-বিক্ষোভ, বরিশাল থেকে সব রুটে বাস চালাচল বন্ধ

১৯

আইপিএলের জুয়ায় বলি হলেন মা

২০
X