করোনা ও ডেঙ্গু জয় করেও শেষ পর্যন্ত নিপাহ ভাইরাসের কাছে হার মানলেন আবু আফজাল। তিনি রাজশাহীর বাঘা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা।
দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আবু আফজাল। বুধবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আফজালের বড় ভাই বাবুল ইসলাম বলেন, পুলিশের ধরপাকড় এড়াতে শ্বশুরবাড়ি পালিয়ে ছিলেন আফজাল। সেখানে তিনি খেজুরের কাঁচা রস খেয়েছিলেন। কিছুদিন আগে তিনি বাড়ি ফিরে আসেন। এরপর থেকে মাঝেমধ্যেই সন্ধ্যায় কাঁপুনি দিয়ে জ্বর আসত। ১৪ জানুয়ারি তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বুধবার তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন বলেন, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন সাবেক ছাত্রদল নেতা আফজাল। তার মৃত্যুতে সংগঠন একজন নিবেদিত প্রাণ নেতাকে হারিয়েছে।
মন্তব্য করুন