হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ পড়েছে বিপাকে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বুধবার (২৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া সদরের পুরাতন বাজার এলাকার ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরে বেশ কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। আর লোকজনও কম বের হওয়ায় আয়ও কমে গেছে। পরিবার পরিজন নিয়ে কোনোভাবে দিনযাপন করছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বুধবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন