কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচন করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড বিভক্তিকরণের মাধ্যমে নতুন ওয়ার্ড গঠনের লক্ষ্যে সীমানা নির্ধারণ কার্যক্রম চলমান।
এ অবস্থায়, সীমানা নির্ধারণ কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন